Friday, August 29, 2025
HomeScrollবর্ষ শেষের রাতে রাজ্যজুড়ে জনজোয়ার

বর্ষ শেষের রাতে রাজ্যজুড়ে জনজোয়ার

কলকাতা: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই ২০২৪ কে বিদায় জানিয়ে পা দিতে চলেছি ২০২৫- এ। ইতিমধ্যেই কলকাতা থেকে শুরু করে জেলা, সকলেই মেতেছেন উৎসবের আলোয়। শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই জনজোয়ার।

আরও পড়ুন: ‘পুরোটাই টাকার অঙ্কে খেলা…’ সন্দেশখালিতে বললেন মমতা

আর সেই জনজোয়ার সামাল দিতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় চলছে নজরদারি। বর্ষবরণের রাতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই পুলিশের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এমনকি কাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায় একটি পোস্ট যেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় বর্ষ শেষ এবং বর্ষবরণ উপলক্ষে কলকাতা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এক বিশেষ অনুষ্ঠানের। সেখানে যোগ দিতে পারেন কিছু নির্দিষ্ট ক্যাটাগরির অতিথিরা। যেমন হেলমেটহীন বাইক আরোহী সঙ্গে বাইক চালক, মদ খেয়ে গাড়ি চালক, সিগন্যাল লঙ্ঘন কারি গাড়ি চালক সঙ্গে বহু। এমনকি সেই পোস্টারে বলা হয় এই অনুষ্ঠানে যাতে আপনারা না যোগ হন, সেটাই আমাদের কাম্য। আর যদি যোগ হন , তাহলে সারারাত চলবে পার্টি। তাই বর্ষবরণ উপলক্ষে পুলিশি নজরদারি আটোশাটো।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News